নড়াইল সদর কোর্ট পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি (অপারেশনস), খুলনা রেঞ্জের শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা।
শনিবার (১৯ জুলাই) সকালে নড়াইল জেলা পুলিশের অধীনস্থ কোর্ট পুলিশের আয়োজনে প্রদত্ত পরিদর্শন সালামি গ্রহণ করেন তিনি। এরপর অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন কোর্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
তিনি সদর কোর্টে সংরক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা, সিডিএমএস এন্ট্রি যাচাই, মালখানা পরিদর্শনসহ গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি কোর্ট পুলিশের সার্বিক কাজকর্মে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন—নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে