AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারা গেলেন পলাশের সাবেক ছাত্রনেতা নাসিম


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১০:২৬ এএম, ২০ জুলাই, ২০২৫

মারা গেলেন পলাশের সাবেক ছাত্রনেতা  নাসিম

নরসিংদীর পলাশ উপজেলার প্রবীণ ছাত্রনেতা মো. মনোয়ারুল ইসলাম নাসিম (৫৮) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনোয়ারুল ইসলাম নাসিম পলাশ উপজেলার ঘোড়াশাল উত্তর চরপাড়া এলাকার বাসিন্দা এবং প্রয়াত চিকিৎসক মো. নজরুল ইসলামের পুত্র।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মনোয়ারুল ইসলাম নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন নাসিম। তিনি জামালপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় শাসনামলে নিজের দলের ভিতরে অন্যায়, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ করে গেছেন। এ কারণে সর্বমহলে তিনি একজন ন্যায়বান, দৃঢ়চেতা নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০১৫ সালের পর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও দলীয় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

Link copied!