ভোলার বোরহানউদ্দিনে ভুল চিকিৎসায় তানভীর নামের আট বছরের এক শিশু পঙ্গু হওয়ার অভিযোগে একজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাকমো (সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) হিসেবে কর্মরত। এ ছাড়া হাসপাতাল সড়কে আকিব মেডিকেল হল ও দেউলা মেডিকেল হল নামে দুটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানে নিয়মিত ব্যক্তিগত চেম্বার করেন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত চেম্বারে ভুল চিকিৎসা দিয়ে শিশুটিকে পঙ্গু করেছেন। এ ঘটনায় শিশুটির মা ভোলা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এরপর শুক্রবার (১৮ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান।
ভুক্তভোগী শিশুর নাম তানভীর। সে উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের কৃষক মোসলেমের ছেলে এবং চরমোনাই মাদরাসার হিফজ বিভাগে পড়ালেখা করত।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে