AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে দুই শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!



বড়াইগ্রামে দুই শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!

নাটোরের বড়াইগ্রামে পৃথক দুই শিক্ষা প্রতিষ্ঠানের দুই এসএসসি পরীক্ষার্থীর ফলাফলে একই ধরনের অস্বাভাবিকতা দেখা গেছে। তারা উভয়েই কেবল একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে দেখানো হয়েছে—তারা দুই বিষয়ে ফেল করেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী দু’জন হলেন—উপজেলার আহমেদপুর ডিগ্রি কলেজের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফুড প্রসেসিং ট্রেডের পরীক্ষার্থী সাব্বির আহমেদ এবং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস ট্রেডের পরীক্ষার্থী আরাফাত সরদার।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫টি বিষয়ের মধ্যে কেবল আত্মকর্মসংস্থান বিষয়ে অকৃতকার্য হয়। ২০২৫ সালের পরীক্ষায় সে ওই এক বিষয়েই অংশগ্রহণ করে। তবে গত ১০ জুলাই ফল প্রকাশের পর ট্রান্সক্রিপ্টে দেখা যায়, সে আত্মকর্মসংস্থান বিষয়ের পাশাপাশি কৃষি বিষয়েও ফেল করেছে—যা তার পরীক্ষার অংশ ছিল না। এমনকি প্রবেশপত্রেও কৃষি বিষয় অন্তর্ভুক্ত ছিল না।

অন্যদিকে, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত সরদার ১৫টি বিষয়ের মধ্যে শুধু রসায়নে ফেল করেছিল। এবারের (২০২৫ সালের) পরীক্ষায় সে শুধু রসায়ন বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে দেখা যায়, রসায়নের সঙ্গে সঙ্গে কৃষি বিষয়েও সে ফেল করেছে, অথচ তারও প্রবেশপত্রে কৃষি বিষয় ছিল না।

এ বিষয়ে আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহবুবুর রহমান বলেন, “শিক্ষা বোর্ডের আইটি সেকশনের কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়ে থাকতে পারে। বিষয়টি ইতোমধ্যে বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।”

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!