বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ঐতিহ্যবাহী আটঘর কুড়িয়ানার শতবর্ষী নৌকার হাট পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় তিনি আটঘরে পৌঁছান। ভাসমান নৌকার হাটের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য দেখে রাষ্ট্রদূত মুগ্ধতা প্রকাশ করেন এবং এর ভিন্নধর্মী বৈশিষ্ট্যকে ‘বাংলাদেশের সাংস্কৃতিক গর্ব’ হিসেবে উল্লেখ করেন।
পরিদর্শন শেষে তিনি ছারছীনা দরবার শরীফে যান এবং পবিত্র জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করেন।
রাষ্ট্রদূতের এ সফরকে স্থানীয় প্রশাসন ও দরবার শরীফ কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ও সম্মানজনক বলে অভিহিত করেন। তারা রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিনসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে