মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি, রামনগর এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা ও হুগলিয়া গ্রামে ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি অস্বাভাবিক আচরণকারী শিয়াল হঠাৎ করে পথচারী ও ঘরের সামনে থাকা মানুষদের ওপর আক্রমণ চালায়।
আহতরা হলেন—শংকরসেনা গ্রামের আমেনা বেগম (৩০), নুরে আলম ফেরদাউস (১৩), মামুন মিয়া (২৫), রাহিদ মিয়া (১০), রেহেনা আক্তার (২০), হোসাইন আহমদ (১৩), সুমন মিয়া (২৩), মো. আতিকুল (২১), নাঈম মিয়া (১৭), ফটকি গ্রামের নাজমা বেগম (৪০), লুবনা বেগম (১৬), রনি কুর্মি (২১), আব্দুল মোমেন (৩০), পিয়ারা বেগম (৬০) এবং হুগলিয়া গ্রামের সাজনা বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে রাত পর্যন্ত গ্রামের বিভিন্ন স্থানে একই শিয়ালটি তীব্র আক্রমণাত্মক আচরণ করে। কেউ হাঁটছিলেন, কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন—এমন অবস্থায় হঠাৎ শিয়ালটি এসে পা, হাঁটুর নিচে ও পায়ের পেশিতে কামড় দিয়ে পালিয়ে যায়। কেউ শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য বলেন, “মঙ্গলবার বিকেল থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত ১৬ জন হাসপাতালে এসেছেন। তাঁদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, আহত সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট (সদর দপ্তর, মৌলভীবাজার)-এর সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, “বিষয়টি এখনই জানলাম। ধারণা করা হচ্ছে, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত। প্রাণীটি শনাক্ত করে মানুষের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি গ্রামবাসীকে সতর্ক থাকতে ও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

