বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “গতকাল গোপালগঞ্জে যা ঘটেছে তা আমরা ভুলে যাইনি। কারো ভুল সিদ্ধান্তের কারণে যেন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। প্রতিটি রাজনৈতিক দল ও ব্যক্তিকে কর্মসূচি ঘোষণার আগে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)–এর ৬০ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর জেলা কমিটির আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী আরও বলেন, “আমাদের আন্দোলনের ফসল হচ্ছে জনগণের সরকার। তাই জনগণের প্রত্যাশাও থাকবে বেশি। আইনশৃঙ্খলা যেন অবনতির দিকে না যায়, তা সকলকে খেয়াল রাখতে হবে। এ সরকার কোনো ব্যক্তি বা দলের একার নয়, সকলের। তাই সবার দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করা।”
জেলা বাজুস সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন–
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স পরিচালক স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মণ্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিমুল সাহা ও বাজুস জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।
অনুষ্ঠানে বাজুস সভাপতি সমীর কর্মকার বলেন, “১৯৬৬ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বাজুস। আজ তা ৬০ বছর পূর্ণ করেছে। দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে বাজুস এখন একটি ঐক্যবদ্ধ শক্তি।”
পরে অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে