AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড. ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় শূন্য: ফরিদপুরে ফয়জুল করিম


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৪:২৪ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ড. ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় শূন্য: ফরিদপুরে ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, “সরকারপ্রধান নোবেল পুরস্কার পেলেও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন। তিনি বৈষম্য সৃষ্টি করেছেন, নিরপেক্ষতা রক্ষা করতে পারেননি।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে চৌরাস্তার মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম অভিযোগ করে বলেন, “ইউনূস জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন, বাকিদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি ন্যায়পরায়ণ নন, নিরপেক্ষতাও বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। দেশের জনগণ পরিবর্তন চায়, তাই আলেম-ওলামাদের পাশে দাঁড়াচ্ছে।”

‘দালাল জরিপ সংস্থাগুলো জনগণের সত্য প্রকাশ করে না’

তিনি আরও বলেন, “দেশে কিছু জরিপ প্রতিষ্ঠান আছে, যারা নিজেদের ইচ্ছেমতো রিপোর্ট প্রকাশ করে। তারা দেখায় ইসলামী আন্দোলনের কোনো ভোট নেই। অথচ বাস্তবে জনগণ আমাদের সাথেই আছে। এসব প্রতিষ্ঠান আসলে দালাল।”

সমাবেশে ফয়জুল করিম রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি বলেন, “ইসলামী আন্দোলন রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব হবে। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে। সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে।”

বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে আরও বক্তব্য দেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের খেলাফত মজলিস প্রার্থী শাইখুল হাদীস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল ও ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!