AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীবরদী পৌরসভার বহরে যুক্ত হলো নতুন বর্জ্য অপসারণ ট্রাক


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
১২:৩০ এএম, ১৭ জুলাই, ২০২৫

শ্রীবরদী পৌরসভার বহরে যুক্ত হলো নতুন বর্জ্য অপসারণ ট্রাক

শ্রীবরদী পৌরসভার ময়লা-আবর্জনা অপসারণে দীর্ঘদিনের সমস্যা কাটাতে অবশেষে ডাম্পিং ট্রাক পেলো শ্রীবরদী পৌর প্রশাসন।বুধবার  ১৬ জুলাই বুধবার  শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক শেখ জাবের আহমেদ ট্রাকের চাবি গ্রহন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘৩২ পৌরসভা প্রকল্প’ এর অর্থায়নে ট্রাকটি প্রদান করা হয়।

 এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে চাবি হস্তান্তর করেন শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এই গাড়ি পাওয়ায় ময়লা পরিবহনে দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে বলে জানান পৌরসভাকর্তৃপক্ষ।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সহ উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল বলেন, শহর পরিষ্কার রাখতে পৌরসভার যেমন দায়িত্ব রয়েছে তেমনি পৌরবাসীরও সমান দায়িত্ব রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে। ডাম্পিং ট্রাক হস্তান্তরের ফলে পৌরসভার বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম আরও কার্যকর হবে এবং পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রকল্প ‘৩২ পৌরসভা প্রকল্প’ এর আওতায় শেরপুর জেলার ২টি উপজেলায় পৌরসভার ময়লা-আবর্জনা স্থানান্তর সহজিকরণ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে শ্রীবরদী পৌরসভার ডাম্পিং ট্রাকটি পৌর প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় শ্রীবরদী পৌরসভায় একটি ডাম্পিং ট্রাক হস্তান্তর করা হয়েছে। এর ফলে পৌরসভার ময়লা-আবর্জনা দ্রুত স্থানান্তরের জন্য অনেক সহায়ক হবে। এতে পৌরসভার বিভিন্ন স্থান পরিস্কার ও দূর্গন্ধমুক্ত থাকবে এবং পরিবেশ ভালো থাকবে  । 


একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!