AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোয়ালন্দে শহীদ আবু সাঈদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দেয়ালচিত্র ও গ্রাফিতি কর্মসূচি



গোয়ালন্দে শহীদ আবু সাঈদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দেয়ালচিত্র ও গ্রাফিতি কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের স্মরণে এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে দেয়ালচিত্র ও গ্রাফিতি কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) গোয়ালন্দ উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ শিরোনামে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা দেয়ালে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি, গণঅভ্যুত্থানের দৃশ্য, মানবাধিকার ও ন্যায়ের পক্ষে নানা স্লোগান ও চিত্র অঙ্কন করেন। দেয়ালজুড়ে ফুটে ওঠে তাঁদের প্রতিবাদী চেতনা ও ইতিহাসচর্চা।

কর্মসূচির আয়োজকরা জানান, “এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।”

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “শহীদ আবু সাঈদ আমাদের অনুপ্রেরণা। আমরা চাই তাঁর মতো সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে। এই ইতিহাস আমরা ভুলব না।”

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারাও শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। তাঁরা বলেন, “দেয়ালচিত্র ও গ্রাফিতির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইতিহাসবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে চাই আমরা।”

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর স্মরণে প্রতিবছর এ দিবস পালন করা হচ্ছে। একই সঙ্গে জুলাই মাসের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র ও মানবাধিকারের লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!