গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখা।
বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে শহরের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনীতি বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক কাজল, আইন সম্পাদক অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা আমির ক্বারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক মো. রমজান আলী বলেন, “সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই গোপালগঞ্জে এ রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা বারবার দুঃসাহস দেখাচ্ছে।”
তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে