AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভা



জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভা

চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে "জুলাই গণঅভ্যুত্থান"-এ শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

আলোচনা সভায় শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা তাঁদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ফারুক ই আজম বলেন, "জুলাই অভ্যুত্থানে নিহত শহিদ ও আহতদের পরিবার যেন সরকারি সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা সুষ্ঠুভাবে পান—এ জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।" তিনি নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. নূরুল্লাহ নূরী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!