ঠাকুরগাঁও জেলায় জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন ও সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI)–এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের আওতাধীন “রিএক্টস-ইন” প্রকল্পের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তানজিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইশরাত জাহান লিমা।
সভায় আরও বক্তব্য দেন হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মো. মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহিনুল কবির, রিএক্টস-ইন প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, BRRI পঞ্চগড়ের সায়েন্টিফিক অফিসার মো. মাসুদ রানা ও ইএসডিও–র কর্মকর্তারা।
সভায় বক্তারা মানবদেহে জিংকের গুরুত্ব, জিংক ঘাটিজনিত সমস্যা, এবং সমাধান হিসেবে জিংক সমৃদ্ধ ধান ও গম চাষাবাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রদান করেন এবং নিজেদের নিজ নিজ জায়গা থেকে সচেতনতা বাড়াতে ও কার্যক্রম বিস্তারে প্রতিশ্রুতি দেন।
সভায় জানানো হয়, কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত “রিএক্টস-ইন” প্রকল্পটি বাংলাদেশের পাশাপাশি আরও তিনটি দেশে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে এই প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে আরডিআরএস ও ইএসডিও। হারভেস্টপ্লাস বিশ্বব্যাপী ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফরটিফাইড খাদ্যশস্যের প্রসারে কাজ করছে।
বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা ধান-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২-এর মতো জিংক সমৃদ্ধ জাতের ধান ব্যাপক হারে চাষাবাদ হচ্ছে।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে