AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ



ফরিদপুরে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নেতাকর্মীরা ভাঙ্গা-মাওয়া মহাসড়কের এক্সপ্রেসওয়ে রোডে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এনসিপির ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক মো. আশরাফ হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

“ইনকিলাব জিন্দাবাদ”, “আওয়ামী লীগের মুজিববাদ মুর্দাবাদ” শ্লোগান দিয়ে কর্মসূচি চলাকালে ভাঙ্গা-মাওয়া ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের দূরপাল্লার বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকে পড়তে থাকে, যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হন।

পরে ভাঙ্গা উপজেলা প্রশাসন, পুলিশ ও হাইওয়ে থানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে যানজট সৃষ্টি হলেও বিশেষ ব্যবস্থায় অ্যাম্বুলেন্স পারাপার করা হয়েছে।

অপরদিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, পুলিশের সতর্কতায় অবরোধ চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নিতে সক্ষম হন, এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!