বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গৌরীপুরে বিক্ষোভ কর্মসূচি পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে গৌরীপুর উপজেলা কৃষকদল। উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হকের সভাপতিত্বে ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ইকবাল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর কৃষকদলের সভাপতি মোহাম্মদ গোলাম, কাজিয়েল হাজাত মন্সী শাহী মুন্সী, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং শহীদ জিয়ার ছবি অবমাননা দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ জুলাই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য প্রস্তুত আছি।"
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও কৃষকের অধিকার আদায়ে কৃষকদল সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

