ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় “শহীদ আবু সাঈদ দিবস” পালিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, এইচ.এম. এমাদুল হক, সূফী আব্দুল্লাহ, জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও রকি মিয়া।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং জুলাই যোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে