"আমাকে যদি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ভোট দেন, তাহলে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারব। নির্বাচিত হলে সংসদে গিয়ে আপনাদের পক্ষ থেকে ন্যায্য অধিকার আদায়ের কথা বলব।"
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সালিনাবক্স দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল হামীদ।
তিনি বলেন, “জামায়াতে ইসলামি দুঃখী, নিপীড়িত, সংখ্যালঘু—সব মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের দেশে ‘সংখ্যালঘু’ বলে কোনো বৈষম্য থাকবে না। সকল মানুষ সমান মর্যাদা নিয়ে বাঁচবে—এটাই জামায়াতের অঙ্গীকার।”
সভায় সভাপতিত্ব করেন সালিনাবক্স দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও কাশিয়ানী উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মোঃ আশরাফউজ্জামান ফারুকী।
প্রধান আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মাদ আল-মাসুদ খান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম।
সভায় আরও উপস্থিত ছিলেন—মুকসুদপুর উপজেলা জামায়াতের আইন-আদালত বিষয়ক সম্পাদক আবু তালেব ফরাজী, মহেশপুর ইউনিয়ন সেক্রেটারি মো. আমিরুল ইসলাম, পশারগাতী ইউনিয়ন সভাপতি মামুনুর রশীদসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভা শেষে মাওলানা হামীদ সালিনাবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সুরুপি সালিনাবক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সালিনাবক্স বাজারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে