AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে পলাশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০২:১৬ পিএম, ১৬ জুলাই, ২০২৫

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে পলাশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নরসিংদীর পলাশ উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় পলাশ উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সিদ্দিকী।

আলোচনায় অংশ নেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর কবির, জামায়াতে ইসলামীর ঘোড়াশাল পৌর আমীর অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মো. ইকরাম হোসেন, হেফাজতে ইসলামের নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমী, জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম রাকিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পলাশ শাখার সভাপতি মাওলানা নোমানুল করিম।

বক্তারা বলেন, "বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তারা জাতির গর্ব। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা চাই এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। সমাজে ন্যায্যতা, সমতা এবং মর্যাদার সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।"

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 


একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!