শেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের তুচ্ছ ঘটনা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছাত্র ও বহিরাগতসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল এবং গুরুতর আহত হয় শাকিল নামে এক শিক্ষার্থী। তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরীক্ষাকালীন সময়ে স্থানীয় ফরহাদ ও শহরের আমিনুল ইসলাম আকাশ নামের দুই পরীক্ষার্থীর মধ্যে ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ফরহাদের বন্ধু শাকিল প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে ডেকে আনে।
মুক্তার তার অনুসারীদের নিয়ে কলেজে গেলে উত্তেজনা চরমে পৌঁছায়। বহিরাগতরা শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করলে এলাকাবাসী প্রতিক্রিয়ায় ছাত্র নেতাদের ওপর হামলা চালায় এবং তাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল নেতারা কলেজের অফিসকক্ষে আশ্রয় নেন। দীর্ঘ সময় তারা অবরুদ্ধ ছিলেন। পরে সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম জানান, “ঘটনার পর ১৮ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, বহিরাগতদের উপস্থিতি এবং স্থানীয় ছাত্রদের ওপর হামলাই সংঘর্ষের মূল কারণ। কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে