বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বর্তমান সাতক্ষীরা জেলা সভাপতি, গ্রাম ডাক্তার মাহবুবুর রহমান, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় আজ রোববার (৩১ আগস্ট) সাতক্ষীরা জেলা বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অফিসে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাটকেলঘাটা থানা সভাপতি এস এম হাদিউজ্জামানের নেতৃত্বে পাটকেলঘাটার ৫টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় গ্রাম ডাক্তার মাহবুবুর রহমান বলেন, “আমরা চেষ্টা করবো আগামী দিনে গ্রাম ডাক্তারদেরকে সুন্দর প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সেবা আরও বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। গ্রাম ডাক্তারদের সার্বিক খোঁজখবর রাখব এবং সুন্দরভাবে আমার কার্যক্রম চালিয়ে যাবো।”
পাটকেলঘাটা থানার সভাপতি গ্রাম ডাক্তার এস এম হাদিউজ্জামান বলেন, “খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক পদে আমাদের সাতক্ষীরা জেলার প্রিয় বড় ভাইকে পেয়ে আমরা খুব খুশি। তার নেতৃত্বে আমরা সবাই কাজ করতে চাই। আজ আমরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসেছি। আশা রাখছি, তিনি ভবিষ্যতে অভিভাবকের মতো আমাদের পাশে থাকবেন।”
এ সময় আরো উপস্থিত ছিলেন:পাটকেলঘাটা থানার প্রধান উপদেষ্টা: এস এম আলাউদ্দিন, সদস্য সচিব: গ্রাম ডাক্তার এস এম জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক: গ্রাম ডাক্তার এস এম রেওজানউ উল্লাহ, প্রচার সম্পাদক: গ্রাম ডাক্তার মোহাইমিনুল ইসলাম (সাগর), ধানদিয়া ইউনিয়নের সভাপতি, ধানদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক: গ্রাম ডাক্তার পঙ্কজ কুমার দাস, নগরঘাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক: গ্রাম ডাক্তার জগদীশ কুমার শানা, সরুলিয়া ইউনিয়নের সভাপতি: গ্রাম ডাক্তার আব্দুল করিম বিশ্বাস, সরুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক: গ্রাম ডাক্তার মাসুদ আলম সুমন, কুমিরা ইউনিয়নের সভাপতি: গ্রাম ডাক্তার ফারুক হোসেন, কুমিরা ইউনিয়নের সাধারণ সম্পাদক: গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম, খলিশখালী ইউনিয়নের সভাপতি: গ্রাম ডাক্তার লোকমান হোসেন, খলিশখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক: গ্রাম ডাক্তার আসাদুল ইসলাম এবং একুশে সংবাদ.কম এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইদুজ্জামান শুভ সহ অন্যান্যরা।
একুশে সংবাদ/সা.প্র/এ.জে