নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর আলিম মাদ্রাসা দাখিল পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১২ জন ‘এ প্লাস’ এবং ১৮ জন ‘এ’ গ্রেড অর্জন করেছে। এছাড়া ২ জন শিক্ষার্থী গোল্ডেন ‘এ প্লাস’ পেয়েছে। মাদ্রাসাটির পাসের হার ৯৬.৭৭ শতাংশ।
মাদ্রাসাটিতে বর্তমানে ৩৪ জন শিক্ষক ও কর্মচারী রয়েছেন। এমন দুর্দান্ত সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অভিভাবকরা এই সাফল্যের জন্য শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
অপরদিকে, মান্দার নমাজগড় গাউছুল আযম কামিল মাদ্রাসা থেকে এ বছর ৭১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে ৪৯ জন উত্তীর্ণ হয়েছে। এই মাদ্রাসার পাসের হার ৬৯.০১ শতাংশ এবং ‘এ প্লাস’ পেয়েছে ১০ জন শিক্ষার্থী।
কালিকাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. মামুনুর রশিদ বলেন, “আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি আন্তরিকভাবে পাঠদান করেন, যার ফলে ভালো ফলাফল পাওয়া সম্ভব হয়েছে। আগামীতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।”
এ বিষয়ে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, “এতো চমৎকার ফলাফলের পেছনে শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে