AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে রাস্তা সংস্কার না করায় ভোগান্তিতে প্রায় লক্ষাধিক পথচারী, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৬:৩৭ পিএম, ১৫ জুলাই, ২০২৫

তিতাসে রাস্তা সংস্কার না করায় ভোগান্তিতে প্রায় লক্ষাধিক পথচারী, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি এলাকার হরিপুর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ সড়কের একটি গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঢালাই ভেঙে, কার্পেটিং উঠে এবং মাটি সরে গিয়ে সড়কটি ছোট-বড় গর্তে ভরে গেছে।

সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন স্কুল, অফিস ও বাজারে যাতায়াতকারী ৩০টি গ্রামের বাসিন্দা এবং আশপাশের উপজেলার প্রায় লক্ষাধিক পথচারী এই সড়কে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও জরুরি সেবা পরিবহনের চালকরা।

মঙ্গলবার (১৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, এ সড়কটি আসমানিয়া বাজার, জাহাপুর বাজার, মছিমপুর বাজারসহ তিতাস, মুরাদনগর ও দাউদকান্দি উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র প্রধান সড়ক।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে এটি ভয়ংকর রূপ নিয়েছে। এক সময় এলাকাবাসীর নিজ উদ্যোগে মাটি ফেলে কিছুটা সংস্কার করা হলেও বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে পুনরায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। বর্তমানে ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন সবাই।

তারা আরও অভিযোগ করেন, বহুবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

একজন স্থানীয় বলেন, “প্রায় প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন। কখনো বাইক, কখনো অটোরিকশা, আবার কখনো মালবাহী গাড়ি উল্টে যাচ্ছে।”

বর্তমানে এই রাস্তায় কোনো যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারছে না বলে জানান চালকরা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও ফোন নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!