মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাগত ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানাতে যাচ্ছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন।
আগামী ২৫ জুলাই (শুক্রবার) সকাল ৯টায় সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন এবং ফাউন্ডেশনের উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিফাতুল আলমসহ স্থানীয় গুণীজনেরা।
উপস্থাপনায় থাকবেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন।
ঝিকুট ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কর্মসূচি :
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
২. "সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা" শীর্ষক আলোচনা সভা
৩. বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণসভা
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন ও অনলাইন পোর্টাল প্রকাশ
৫. শিক্ষাবৃত্তি প্রদান
৬. গুণীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
৭. শিক্ষা বিষয়ক সেমিনার
৮. জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
৯. পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংবর্ধনা
১০. বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
এছাড়াও ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে