সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মামলা বাণিজ্যের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাঁচটি রাজনৈতিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার মহুয়ার মোড় থেকে জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস ও এনসিপির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া জামায়াতে ইসলামির আমির গাজী সোলায়মান। এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা মহসিন উদ্দীন, মাওলানা ইয়াহিয়া, নুরুল ইসলামসহ অংশগ্রহণকারী পাঁচ দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে এ আন্দোলন অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/গো.প্র/এ.জে