রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার কোতোয়ালী থানার হাড়ুকান্দী গ্রামের মো. আলী শেখের ছেলে নবীন শেখ (২০) এবং পশ্চিম আলীপুর গ্রামের মো. খোকন শেখের ছেলে বিজয় শেখ (২৩)। তারা উভয়েই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়া এলাকার জলিলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করেন।
এ সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেপ্তার যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার (১৫ জুলাই) রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে