AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০১:৩৫ পিএম, ১৫ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি

ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ বিশ্রামাগার এবং তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে বিচারপতি কে. এম. হাফিজুল আলম বলেন, “বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে অবস্থানকালে স্বস্তি ও তথ্য সহায়তা দেওয়ার জন্য এই ‘ন্যায়কুঞ্জ’ বিশ্রামাগার এবং তথ্য সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে তারা প্রয়োজনীয় তথ্য পাবেন এবং জেলা লিগ্যাল এইডের মাধ্যমেও সহায়তা নিতে পারবেন।”

তথ্য সেবা কেন্দ্র উদ্বোধনের খবর পেয়ে সাধারণ সেবা প্রত্যাশীরা সন্তোষ প্রকাশ করে বলেন, “আগে মামলার কাগজপত্র পেতে সংশ্লিষ্ট থানা, কোর্ট ইন্সপেক্টর বা আইনজীবীদের পিছনে ঘুরতে হতো। যদি এই তথ্য সেবা কেন্দ্র নিয়মিতভাবে তথ্য সরবরাহ করে, তাহলে এটি আমাদের জন্য অনেক উপকারে আসবে।”

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, “তথ্য সেবা কেন্দ্র কেবলমাত্র বাদী-বিবাদী নয়, বরং আইনজীবীসহ সকল পক্ষের জন্যই সহায়ক হবে। তবে এই কেন্দ্র যেন নিয়মিতভাবে খোলা থাকে, তা নিশ্চিত করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও আইনজীবীরা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ অন্যান্য অতিথিরা।

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!