AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত কর্মসূচি


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০১:২১ পিএম, ১৫ জুলাই, ২০২৫

কুড়িগ্রামে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত কর্মসূচি

কুড়িগ্রামে মাছের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশবান্ধব মৎস্যচাষে উৎসাহ দিতে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ এবং বিভিন্ন জলাশয়ে অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসন কার্যালয়সংলগ্ন নিউ টাউন পার্ক পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. নুসরাত সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-ই-খুদা, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মো. আসাদুজ্জামান, এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, এনডিসি মেসবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা খাতুন, পিপি অ্যাডভোকেট মো. বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট শাহনাজ বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মো. আব্দুল আজিজ নাহিদ, জেলা বিএনপির সদস্য আবু দারদা হেলালসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পোনা অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “দেশে মাছের ঘাটতি পূরণে জলাশয় ও পুকুরগুলোতে মাছ চাষ বাড়াতে হবে। এতে যেমন মানুষের চাহিদা পূরণ হবে, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। মৎস্য চাষে উৎসাহ দিতে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।”

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কুড়িগ্রাম সদর উপজেলায় মাছের আবাসস্থল পুনরুদ্ধার এবং পরিবেশবান্ধব চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়।

কর্মসূচির আওতায় রুই, মৃগেল, কাতলসহ বিভিন্ন কার্প প্রজাতির মাছের পোনা নিউ টাউন পার্ক পুকুরে অবমুক্ত করা হয়। একইসঙ্গে ২৬ জন মৎস্য চাষির মাঝে ৭ কেজি করে বিভিন্ন প্রজাতির পোনা বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!