শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং দেশের বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় সাগরনাল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাসুক আহমেদের সভাপতিত্বে এবং সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মিছিল-পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল লতিফ বাবু, সাগরনাল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরফ উদ্দিন, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ জামাল প্রমুখ।
বক্তারা বলেন, "শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে অশোভন মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে এমন বক্তব্য দেয়া হলে জিয়ার সৈনিকরা দাতভাঙা জবাব দেবে।"
বিক্ষোভ মিছিলে সাগরনাল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে