AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় স্বপদে যোগদান করলেন প্রধান শিক্ষক বাদেশ আলী



মান্দায় স্বপদে যোগদান করলেন প্রধান শিক্ষক বাদেশ আলী

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেশ আলী আনীত অভিযোগে নির্দোষ প্রমাণিত হয়ে স্বপদে পুনরায় যোগদান করেছেন।

গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মা-২) জি.এম. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে স্বপদে বহালের নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, প্রফেসর আব্দুল মালেক খান নামক এক ব্যক্তি তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে চারটি অভিযোগের একটিও প্রমাণিত না হওয়ায় প্রধান শিক্ষক বাদেশ আলীকে দায়িত্বে বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় রোববার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে যোগদান করেন। এসময় সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলী তাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়ে দেন। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন এবং পরে আনন্দ-সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়।

যোগদান প্রসঙ্গে প্রধান শিক্ষক বাদেশ আলী বলেন, “গত ৫ আগস্টের পর এক অস্থিতিশীল পরিস্থিতিতে আমাকে প্রতিষ্ঠানের বাইরে থাকতে হয়েছে। আজ আমি দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় দায়িত্বে ফিরে এসেছি—এ জন্য সবার কাছে কৃতজ্ঞ। শিক্ষার পরিবেশ রক্ষায় আমি সকলের সহযোগিতা চাই।”

এ বিষয়ে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ বলেন, “অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রমাণিত না হওয়ায় অধিদপ্তর তাকে স্বপদে বহালের নির্দেশ দেয় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!