AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারী নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বান্দরবান
১১:৩৪ এএম, ১৪ জুলাই, ২০২৫

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারী নিহত

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন ম্রো নারী প্রাণ হারিয়েছেন।

সোমবার (১৪ জুলাই) ভোরের দিকে বান্দরবান-চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) এবং মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পাড়ার পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে এর সংলগ্ন তারে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে স্পর্শ হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। স্থানীয়রা আহত একজনকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। অন্য দুইজনের মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে।

চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর তার সংস্পর্শে এসে তিনজন নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে জানান, তিনজন ম্রো নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাকি দুইজনের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!