সারাদেশব্যাপী সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং রাজধানীর মিটফোর্ড এলাকায় সন্ত্রাসীদের পাথর নিক্ষেপে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড, চাঁদপুরে ইমামের উপর হামলার প্রতিবাদে ও দোষিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার তিতাসে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ মানুষ।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বের হয়ে (গৌরিপুর-হোমনা) আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ড এ এসে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে "চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না" "চাঁদাবাজের ঠিকানা এই তিতাসে হবে না "সন্ত্রাসীদের বিচার চাই", "সোহাগ হত্যার বিচার চাই" ইত্যাদি শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে নেতৃত্ব দেন তিতাস উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার আহ্বায়ক আশরাফ অভীক ও সদস্য সচিব আবু সাঈদ আসিফ প্রমুখ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ মিছিলটিতে অংশগ্রহন করেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে