AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসি পরীক্ষায় উপজেলায় শীর্ষ শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়



এসএসসি পরীক্ষায় উপজেলায় শীর্ষ শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

সিংগাইর উপজেলার শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করে উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মোট ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন উত্তীর্ণ হয়ে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯১.৫৮ শতাংশ।

এর মধ্যে ২টি গোল্ডেনসহ মোট ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বলেন,“এই সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও কঠোর পরিশ্রমেই এটি সম্ভব হয়েছে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া বলেন,“যে স্কুল একসময় পিছিয়ে ছিল, আজ সে স্কুলই উপজেলায় প্রথম—এ গর্বের বিষয়। আমরা ভবিষ্যতেও স্কুলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখব।”

বিদ্যালয়ের ধারাবাহিক উন্নতি ও মানসম্মত শিক্ষাদানের এই সাফল্য স্থানীয় পর্যায়ে শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!