AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৪:২৮ পিএম, ১৩ জুলাই, ২০২৫

জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী রেলওয়ে স্টেশনে ‘নরসিংদী কমিউটার ট্রেন’ এর যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৩ জুন) দুপুরে রেলওয়ে স্টেশনটির প্ল্যাটফর্মে এ মানববন্ধনে অংশ নেন জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, জিনারদী রেলওয়ে স্টেশন  থেকে ঢাকায় সরবরাহ করা হয় কলা, আনারস ও সবজি। এছাড়াও চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই এলাকা থেকে নিয়মিত যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে নরসিংদী কমিউটার ট্রেনটি চালু হলেও জিনারদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, নরসিংদী কমিউটার ট্রেনটি চালু হওয়ার পর থেকেই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা জিনারদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবি তুলেছিলাম। তারপরও তারা যাত্রাবিরতি কার্যকর করেনি। তাই আবারও রেলপথ মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করে ট্রেনটির যাত্রাবিরতির দাবিতে আজ জিনারদী রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এ স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দিলে জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের মানুষের ব্যবসা বাণিজ্যসহ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধনে পলাশ থানা যুবদলের সভাপতি নিছার আহমেদ খানের সভাপতিত্বে এ সময়ও বক্তব্য রাখেন পলাশ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুবদলের সভাপতি রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান ও  পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী প্রমুখ।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!