গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী থেকে গোডাউন ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রোববার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে চরপ্রসন্নদী গোডাউন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে চরপ্রসন্নদী স্বাধীন ফাউন্ডেশন। মানববন্ধনে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন এলাকাবাসী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দ আর কাঁদামাটির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ও ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সজীব খন্দকার, ওমর মোল্লা, অনিক খান, রাসেল শেখসহ আরও অনেকে। তারা দ্রুত এই সড়ক সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সড়কটি এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে