কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ‘প্রান্তিক জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা হল) এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপপরিচালক ডা. নাদিম ও ডা. বিথী মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি রিদুয়ানুল করিম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের জমিদাতা আলহাজ জাকের হোসেন, রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে