চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছারের কবর জিয়ারত করেছেন বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান।
শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকবুদন্ডী গ্রামে শহীদ ওমরের বাড়িতে গিয়ে তিনি কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি মো. লুৎফর রহমান বলেন, “এই শ্রদ্ধা জানানো কেবল একজন শহীদের প্রতি সম্মান নয়, বরং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারেরও প্রতিফলন। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমাদের সকলকে বৈষম্য রোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।”
ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নিভরাস, আরিফুস সাকিব যামিম, ফয়সাল রায়হান, আরিফুল ইসলাম, মোহিত, ফয়সাল নাহিন, আসিফ, রাব্বি, নজরুল ও মেহেদী হাসান প্রমুখ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
