AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে তুলার মিলে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা



মাগুরার শ্রীপুরে তুলার মিলে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে একটি তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যার ঠিক আগমুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শৈলকূপা উপজেলার নবসৃজিত মালিথিয়া এলাকার তুলা ব্যবসায়ী মিজান মোল্লার মালিকানাধীন ফ্যাক্টরিটিতে হঠাৎ আগুন লাগে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নায়েব আলী জানান, সন্ধ্যার আগে তিনি হঠাৎ তুলার ঘর থেকে আগুন জ্বলতে দেখেন এবং চিৎকার দেন। তার ডাকে সাড়া দিয়ে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তুলার দাহ্যতা বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

পরে খবর পেয়ে শ্রীপুর ও শৈলকূপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শৈলকূপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন,“তুলার মতো দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। তবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় পার্শ্ববর্তী দোকানপাট রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান মোল্লা জানান, এই অগ্নিকাণ্ডে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে গেছে। আগুনে তার সম্পূর্ণ ফ্যাক্টরিটি ভস্মীভূত হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এ ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তাঁরা ব্যবসায়িক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!