AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রের মৃত্যু


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:১৫ পিএম, ১২ জুলাই, ২০২৫

ভাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎপৃষ্টে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র লাবিব মল্লিকের (১৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীপাড়া গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

নিহত লাবিব পল্লীবেড়া গ্রামের সৌদি প্রবাসী সাজ্জাদ মল্লিকের ছেলে। সে কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি গাছের বাগানে বৈদ্যুতিক তার কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ায় ছিড়ে মাটিতে পড়ে থাকে। লাবিব আজ শনিবার (১২ জুলাই) সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাগানের দিকে যায়।

কাক ঢাকা সকালে কেনই বা বাগানে গিয়েছিল কারো জানা ছিল না। সম্ভবত মৃত্যুই তাকে বাগানে নিয়ে যায়। বিধি বাম, সেখানে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে লাবিব গুরুতর আহত হয়। তার মা তাকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও গুরুতর আহত হন। স্থানীয়রা ছেলে লাবিব ও তার মাকে  উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে লাবিবকে মৃত ঘোষণা করেন। মা শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।  

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ছেলেটি হাসপাতালে আসার আগেই মারা গেছে।

এদিকে কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন বলেন, লাবিব সপ্তম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিল। সে পড়াশোনায় খুবই ভালো ছিল। তার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!