AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ব্যক্তির মরদেহ উদ্ধার



নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ব্যক্তির মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে নালিতাবাড়ী পৌরসভার আড়াইআনী চকপাড়া মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবুল মিয়া উপজেলার পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

অপর দিকে বিকেল ৫টার দিকে উপজেলার দাওধারা কাটাবাড়ী এলাকার বন থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নালিতাবাড়ী পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাবুল মিয়া ব্যক্তিগত জীবনে দুইটি বিবাহ করেন। কয়েক মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ঘরটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন।  পরে আর্থিক সংকটে ভাড়া ঘরটি ছেড়ে দিলে ওই ঘরটি পরিত্যক্ত থাকে। তবে মাঝে মধ্যে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে রাতযাপন করতেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি দোকান থেকে কয়েল কিনে এনে ওই ঘরে রাতযাপনের উদ্দেশ্যে যান বাবুল মিয়া। পরে শনিবার দুপুরে স্থানীয়রা ওই ঘরে বাবুল মিয়ার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ  মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহের কান দিয়ে রক্ত ঝড়ছে বলে জানায় পুলিশ।

অপরদিকে গত কয়েকদিন যাবৎ জীর্ণশীর্ণকায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উপজেলার দাওধারা কাটাবাড়ী পাহাড়ী এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে পাহাড়ী বনে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, পৌর শহরের আড়াইআনী চকপাড়া মহল্লায় পাওয়া বাবুল মিয়ার মরদেহের কান দিয়ে রক্ত ঝড়ছিল। লাশের সুরতহাল শেষে মনে হচ্ছে ঘটনাটি গত রাতের। অপরদিকে দাওধারা কাটাবাড়ী এলাকা থেকে পাওয়া মরদেহটির আশপাশে হাতির পায়ের চিহ্ন দেখা গেছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত  কারণ জানা যাবে। তবে পৃথক ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!