AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে অর্থ আত্মসাৎ ও ভূমি জালিয়াতিতে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৭:৫৪ পিএম, ১২ জুলাই, ২০২৫

পঞ্চগড়ে অর্থ আত্মসাৎ ও ভূমি জালিয়াতিতে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে

পঞ্চগড়ে এক ব্যক্তির জমি দখলের চেষ্টায় জালিয়াতির মাধ্যমে ব্যাংকে ভুয়া একাউন্ট তৈরি করে অর্থ আত্মসাৎ করার চেষ্টার অভিযোগে কারাগারে গেছেন ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন।

দুই ব্যাংক কর্মকর্তা হলেন, ঢাকা আগারগাঁও পরিবেশ ভবন শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার ফিরোজ উদ্দিন ও প্রিন্সিপাল অফিসার শাহবুদ্দিন মাহমুদ। এদিকে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় বৃহস্পতিবার (১০ জুলাই) আটকের পর শুক্রবার (১১ জুলাই) কারাগারে গেছেন মো. দিলদার হোসেন নামে পঞ্চগড়ের এক অধ্যক্ষ। বর্তমানে তারা পঞ্চগড় জেলা কারাগারে রয়েছেন।

শনিবার (১২ জুলাই) বিকেলে পঞ্চগড় আদালতের কোর্ট ইন্সপেক্টর খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, গত বৃহস্পতিবার (১০ জুলাই) পঞ্চগড় আদালতে তারা জামিন নিতে এসে আটক হয়েছেন।

আটক ফিরোজ উদ্দিন ঢাকার ঢাকেশ্বরী রোড লালবাগ কেল্লা এলাকার মৃত হাজি মুসলিম উদ্দীনের ছেলে। শাহবুদ্দিন ঢাকার নিউ পল্টন রাখালপারা এলাকার শাহজাহান মাহমুদের ছেলে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, মির্জা আব্দুল বাকী নামে বাংলাদেশ সচিবালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার জমি বিভিন্ন ভাবে দখলের চেষ্টা চালান চক্রের সদস্যরা। এর মাঝে ভুয়া কাগজ তৈরি করে নানা ফন্দি তৈরি করেন। এরপর ভুয়া বায়নামা ও জাল এফিডেভিট তৈরি করে মির্জা আব্দুল বাকীর নামে পঞ্চগড়ে মিথ্যা মামলা দায়ের করেন। এর মাঝে চক্রটি মির্জা আব্দুল বাকীর নামে অগ্রণী ব্যাংকে ভুয়া একাউন্ট তৈরি করেন। একই সাথে অর্থ আত্মসাৎ করে ফাঁসাতে দেশের বিভিন্ন জেলায় চেক পাঠিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা করেন। এর মাঝে চক্রটি ২০ লাখ টাকা উত্তোলন করতে গিয়ে বিষয়টি সামনে আসে। পরে বাকী জামিন নিয়ে পঞ্চগড় আদালতে আনোয়ার হোসেন, জিয়াউর রহমান, জসিম উদ্দীনসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এর পর পঞ্চগড় আদালতে জামিন নিতে গিয়ে ঢাকা আগারগাঁও পরিবেশ ভবন শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার ফিরোজ উদ্দিন ও প্রিন্সিপাল অফিসার শাহবুদ্দিন মাহমুদ আটক হন। এদিকে গেল বৃহস্পতিবার (১০ জুলাই) পঞ্চগড়ের বিসিক শিল্প নগরী এলাকার বিএম কলেজের এক অধ্যক্ষ  মো. দিলদার হোসেন দিলুকে ঢাকার ডিবি (ডিএমপি) পুলিশের একটি টিম রাজধানীর জয়েন্ট কমিশনার এলাকা থেকে শুক্রবার (১১ জুলাই) পঞ্চগড়ে আনলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও জানা গেছে, অগ্রণী ব্যাংকের ম্যানেজার ফিরোজ উদ্দিন ও প্রিন্সিপাল অফিসার শাহবুদ্দিন মাহমুদের সহায়তায় ভুয়া একাউন্ট তৈরি করে চক্রের সদস্যরা পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাও, পাবনা ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছিলেন। এদিকে বাংলাদেশ পুলিশ, সিআইডি রাজশাহী ও পিবিআই ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার তদন্তকারী অফিসারের তদন্ত ও সাক্ষ্য প্রমাণে বেরিয়ে আসে এ তথ্য।

মামলার বাদী মির্জা আব্দুল বাকী জানান, মামলার আসামি আনোয়ার হোসেন ভুয়া চেক নিয়ে পঞ্চগড় সোনালী ব্যাংকে ২০ লাখ টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক ম্যানেজারের সন্দেহ হয়। আমার সাথে যোগাযোগ করেন তারা। তাদের একাউন্টটির বিষয়ে ভুয়া বলে জানালে চেকটি বাতিল হয়। এরপর একই চেক নিয়ে দেশের বিভিন্ন জেলায় যায় চক্রটি। যেহেতু আমার সাথে তারা প্রতারণার চেষ্টা করে তাই এ ঘটনায় আদালতে মামলা দায়ের করি।

পঞ্চগড় সদর থানার ওসি, তদন্ত আশিষ কুমার শীল জানান, অধ্যক্ষ দিলদার হোসেন দিলুর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শুক্রবার আদালতে তোলা হলে আদালত আসামিকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!