সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মোঃ আনিসুল হক নির্বাচনী এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার (১২ জুলাই) তিনি মধ্যনগর উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও সংযোগ করেন।
বিএনপির দুর্দিনে ১৬ বছর ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় ও কৃষক দলের নিবেদিত এই নেতা বলেন, “আমি ভয়াবহ বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলাম, ত্রাণ সহায়তা ও আর্থিক সহযোগিতা দিয়েছি। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের অধিকার, হাওরবাসীর উন্নয়ন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
বিকেল ৪টায় মধ্যনগর বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক পথসভায় আনিসুল হক বলেন, “সুনামগঞ্জের হাওর অঞ্চলের একমাত্র বোরো ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ, ধান পরিবহনের জন্য ছোট ছোট জাঙ্গাল পাকাকরণ এবং নদী খনন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
আনিসুল হক সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এবং সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে যুক্ত।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন—মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার ও মমিনুল হক বেনু, বিএনপি নেতা কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম সয়ফুল, যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রোকন উদ্দিন ও সদস্য সচিব সেফুল মিয়া, ছাত্রদলের সদস্য সচিব মোঃ মোছাব্বির তালুকদার সাগর, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সদস্য এমদাদুল হুদা ও ইলিয়াস আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তামিম আহমেদ লিংকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নাল মিয়া প্রমুখ।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে