AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন



উলিপুরে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের উলিপুরে বিএনপির এক নেতাকে আওয়ামী লীগের সদস্য সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ শনিবার (১২ জুলাই) দুপুরে উলিপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, “গুনাইগাছ ইউনিয়নে ছাত্রদল-যুবদলের রাজনীতির মাধ্যমে আমি বিএনপির সঙ্গে যুক্ত হই। পরবর্তীতে উপজেলা বিএনপির সহ-শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সর্বশেষ বিলুপ্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। দীর্ঘ ৩০ বছর ধরে শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করছি এবং বারবার প্রশাসনের হয়রানি ও আওয়ামী লীগের কর্মীদের লাঞ্ছনার শিকার হয়েছি।”

তিনি আরও বলেন, “২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে গিয়ে বারবার আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি। ২০২৪ সালের তথাকথিত ‘আমি-ডামি’ নির্বাচনের সময়ও লিফলেট বিতরণ থেকে শুরু করে হাসিনা সরকারের বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এসব কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের মাঝে আমার প্রতি সহানুভূতি ও আস্থা গড়ে উঠেছে। যা ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে উঠেপড়ে লেগেছে।”

সবুজ অভিযোগ করে বলেন, “সম্প্রতি আমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন আওয়ামী লীগ সদস্য হিসেবে তুলে ধরতে শুরু করেছে একটি চক্র। ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি থেকে আমার একটি ছবি, যেখানে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আমাকে দেখা যাচ্ছে, তা ফটোশপ করে প্রচার করছে। ছবির সঙ্গে একটি মনগড়া আওয়ামী লীগের সদস্য ফরমও যুক্ত করে বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে।”

তিনি বলেন, “এই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আমার সামাজিক ও রাজনৈতিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। আমি মনে করি, এটি শুধু আমার নয়, পুরো দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।”

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার বলেন, “সবুজ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। একটি মহল ধারাবাহিকভাবে উলিপুরে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!