AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের নামে সাইনবোর্ড স্থাপন, উত্তেজনা



রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের নামে সাইনবোর্ড স্থাপন, উত্তেজনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের নামে জোরপূর্বক সাইনবোর্ড স্থাপনের অভিযোগ উঠেছে কথিত এক যুবদল নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে।

শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি বাঘেরআগা এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।

জমির মালিক ও আইনজীবী অ্যাডভোকেট সফিকুল ইসলাম জানান, ‘১৯৯১ সালের মার্চ মাসে দলিল নম্বর ২৪১২ অনুযায়ী স্থানীয় গোয়ালপাড়া এলাকার আলাতুন বেগমের কাছ থেকে আমরা—আয়েব আলী, ইয়াদ আলী ও আমি ৪১ শতক জমি ক্রয় করি। এরপর থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু একই বছরের নভেম্বর মাসে ওই জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়। স্থানীয় দুটি মসজিদের নামে ওয়াকফ দাবি করে জমির মালিকানা দাবি করে একটি পক্ষ।’

এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালত ওই জমির ওপর শান্তি-শৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে বাঘেরআগা জামে মসজিদের সভাপতি ও কথিত যুবদল নেতা জাহাঙ্গীর আলম মাইকিং করে লোক জড়ো করেন এবং জমিতে জোরপূর্বক মসজিদের সাইনবোর্ড স্থাপন করেন। অভিযোগ রয়েছে, ওই সময় দখলে থাকা দোকানপাটের সামনেও সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয় এবং বাধা দিলে কয়েকজনকে মারধর ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাঘেরআগা জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই জমি আমাদের গ্রামের দুটি মসজিদের নামে ওয়াকফকৃত। দীর্ঘদিন আমরা দখলে ছিলাম। তাই মসজিদের জায়গা পুনর্দখল করতে গিয়ে সাইনবোর্ড স্থাপন করেছি।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। কেউ আদালতের আদেশ অমান্য করে থাকলে তা আদালতেই নিষ্পত্তি হবে। পাশাপাশি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!