“মানুষ মানুষের জন্য, মানবতার সেবায় পরম ধর্ম”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন’ ক্যান্সার আক্রান্ত সাইফুলের চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চুন্নাপাড়া গ্রামে সাইফুলের পরিবারের কাছে এ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল, মোঃ ফয়সাল কাবির, সদস্য সচিব মোঃ তানভীরুল আলম এবং সিনিয়র সদস্য মোঃ হানিফ।
এসময় সংগঠনের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম বলেন, "সাইফুলের চিকিৎসার জন্য এখনও অনেক টাকার প্রয়োজন। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্য থেকে সহায়তা করেছি। এখন সমাজের বিত্তবান এবং অন্যান্য মানবিক সংগঠনগুলোর উচিত, যার যার সামর্থ্য অনুযায়ী এই অসহায় রোগীর পাশে দাঁড়ানো।"
তিনি আরও বলেন, “মানবিক সহায়তার মাধ্যমে যদি একজন মানুষের জীবন বাঁচে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে