সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন ‘স্বপ্নপুর’-এর উদ্যোগে বটবৃক্ষ রোপণের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১১ জুলাই) দিনব্যাপী মুকসুদপুর পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এই পর্বে স্বপ্নপুরের সদস্যরা ও অতিথিবৃন্দ মিলে ৪০টি স্থানে বটচারা রোপণ করেন। বিলুপ্তপ্রায় দেশীয় গাছ সংরক্ষণ, বটগাছের পরিবেশগত ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্বপ্নপুর।
অনুষ্ঠানের সূচনালগ্নে স্বপ্নপুরের মুখপাত্র মাহমুদ সিমান স্বাগত বক্তব্যে বলেন, "পরিবেশ রক্ষায় এবং দূষণ প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।" তিনি সবাইকে পরিবেশ সচেতনতার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বটবৃক্ষ রোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কে.এম. কলেজের সাবেক অধ্যক্ষ ও সমাজ সংস্কারক মোসায়েদ হোসেন ঢালী, বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও নজরুল গবেষক নজরুল ইসলাম পান্নু, মুকসুদপুর জুবিল্যান্ট ক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান সেলিম, ঢাকা থেকে আগত কবি ও সংগঠক ফরিদ ছিফাতুল্লাহ, সোনালী অতীত প্রজন্ম ‘৯০-এর সদস্য মামুন, স্বপ্নপুর সদস্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাক খান, শিক্ষক-সংগঠক ও কবি খাইরুল বাকী শরীফ প্রমুখ।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ, নদী দখল, শব্দ দূষণ এবং প্রাণীর প্রতি নির্মমতা—এসব প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি। তাঁরা পরিবেশ রক্ষায় স্বপ্নপুরের উদ্যোগকে স্বাগত জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডেও পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নপুরের সদস্য মারুফ হোসেন সরদার, হাসান শিশির, মাহবুব আলম, নাইম মিয়া, দীপ্র দত্ত, অমি কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে