গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রুম্পা (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিন সন্তোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুম্পা উপজেলার ভাতগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে ওই গ্রামের উজ্জ্বল মোল্ল্যার মেয়ে।
নিহত স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।এতে রুম্পা জানতে পারে সে পরীক্ষায় ফেল করেছে। এখবর জানার পর সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন। এক পর্যায়ে ওইদিন আনুমানিক রাত ৩ টার সময় পরিবারের সকলের অগোচরে রুম্পা মনের ক্ষোভে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।এরইমধ্যে তার পরিবারের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।এমতবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। ওই রাতেই রুম্পার মরদেহ বাড়িতে পৌঁছালে এক হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মুহুর্তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এমন ঘটনা সত্যিই খুবই দুঃখজনক।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,এঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে