AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারা দেশে চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ



সারা দেশে চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

ঢাকায় ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার প্রতিবাদসহ সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীসহ ছাত্র-জনতা। শুক্রবার রাতে  মৌলভীবাজার শহরের স্থানীয় ব্যবসায়ীরা এবং শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা ঢাকার মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগসহ খুলনায় যুবদল নেতা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা জুলুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ফ্যসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছি। আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে প্রকাশ্যে এভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে। আমরা নৃশংসতা সহ্য করার জন্য ছাত্র-জনতা জুলাই গণ-অভ্যুত্থান করিনি। দৃষ্টান্তমূলক বিচার না হলে এ ধরনের বর্বরতা বারবার ঘটবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

এদিকে একই ইস্যুতে জেলার বড়লেখা উপজেলায় বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ও বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজের সাধারণ শিক্ষার্থীরা বড়লেখা উত্তর চৌমুহনী চত্বর এবং মাদরাসার শিক্ষার্থীরা বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণ  থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরজাহান শপিং মলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্যসচিব তামিম আহমদ। বড়লেখা মুহাম্মদিয়া মাদরাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুস সামাদ সাঈদ ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে আশরাফ মাহমুদ রাহি। শিক্ষার্থীরা বলেন, যে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় হয়েছিল, যদি কেউ সন্ত্রাসি ও চাঁদাবাজি হয়ে উঠতে চায়, তাহলে বাংলাদেশে আবারও জুলাই আসবে। তারা বিচারবহির্ভূত এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!