মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই পুকুরে পরিণত হচ্ছে। পুরো মাঠজুড়ে থই থই পানি জমে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । পানিবদ্ধতার কারণে খেলাধুলা ব্যাহত হচ্ছে, ডেঙ্গু আতঙ্ক এবং পারিপার্শ্বিক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে ।
শনিবার (১২ জুালাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে শহীদ রফিক স্মরণী সড়ক এবং পশ্চিম-উত্তরে পৌর বাজার অবস্থিত । সড়ক ও বাজারের তুলনায় বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠজুড়ে পানি জমে যায় । এর ফলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও মাঠের মধ্য দিয়ে যাতায়াত করতে পারছেন না। অনেকেই হাঁটু পানি ভেঙে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ ।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, মাঠে পানি জমে থাকায় ঘাস ও আগাছা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্যাঁতস্যাঁতে পরিবেশে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা দ্রুত বিদ্যালয়ের মাঠ সংস্কারের জোর দাবি জানিয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো আরিফুর রহমান এই দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, মাঠের পানি নিষ্কাশনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করা হয়েছে। তিনি দ্রুত ড্রেনেজের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ জানান, মাঠের পানি শুকিয়ে গেলে ড্রেনেজের মাধ্যমে এই সমস্যার একটি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে ।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে