আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘আন্তঃধর্মীয় সংলাপ করি, সম্প্রীতিতে বাস করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের সেন্ট মাদার তেরেজা স্কুলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, দিনাজপুর ধর্মপ্রদেশের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এপি ও সুরক্ষা ডায়াগনেস্টিক সেন্টার ও হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরোবিম বাকলা। অনুষ্ঠানে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, ফাদার বিদ্যা বর্মনসহ জেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দেশে ধর্মীয় হিংসা-বিদ্বেষ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি জোরদার করার পরামর্শ দেন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে