বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন,দেশে অন্তবর্তীকালীন সরকার রয়েছে তারা সুন্দর একটি ভোটের ব্যবস্থা করছে। ইতিমধ্যে সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের রুপরেখা দিয়েছেন। তাই আমাদের দলের সকলকে ঐক্যবদ্ব হয়ে জনগনের পক্ষে কাজ করতে হবে। নিজেদের মধ্যে গন্ডগোল না করে জনগনের পক্ষে কাজ করেন। বিএনপির কোন নেতা বা কর্মী অন্যায় কাজের সাথে জড়িত থাকলে কোন ছাড় দেওয়া হবে না।
কোন অনৈতিক কাজ করলে তার দায়ভার তার নিজেকেই বহন করতে হবে। দল এর কোন দায়ভার নিবে না। অন্যায়কে আমার বাবা মরহুম কেএম ওবায়দুর প্রশ্রয় দেননি, আমিও কখনও প্রশ্রয় দেইনি, আমাদের নেতা তারেক রহমানও প্রশ্রয় দেন না। আমাদের দল বিএনপিও কখনও প্রশ্রয় দেয়নি ভবিষ্যতেও দিবে না। এতএব সকলে সাবধান হয়ে যান।
শুক্রবার (১১জুলাই) বিকালে (ফরিদপুর-২) নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার, সালথা সদরের সাহাপাড়া এলাকায় বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সালথায় উন্নয়ন দরকার, সালথায় ভালো কলেজ নাই, ভালো কোন চিকিৎসা ব্যবস্থা নাই। কোন শিল্প প্রতিষ্ঠান নাই, এসব করতে হবে। দেশের উন্নয়ন করতে হবে। মানুষের উন্নয়নে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোন দলাদলী বা গ্রুপিং করা যাবে না। এসব দলাদলী করলে যে দল দেশ থেকে পালিয়ে গেছে তারা লাভবান হবে। আমাদের কোন লাভ হবে না। তাই সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোন বিকল্প নাই।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর, সাবেক যুগ্নসাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন,এ্যাডভোকেট লাভলু,সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার মাষ্টার, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ, ছাত্রদল নেতা রাজসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে